Question:শ্রেণিকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন? 

Answer একই শ্রেণিতে আমরা সবাই সমবয়সী হলেও সবার মেধা একই রকম নয়। তাই কোনো সহপাঠী যেন পিছিয়ে না পড়ে এবঙ সবাই যেন ভালো ফলফল করতে পারে সেই জন্য একে অপরকে সহায়তা করা প্রয়োজন। শ্রেণিকক্ষে সহপাঠীদের আমার বিভিন্ন ভাবে সহায়তা করতে পারি। ১। কারো পড়া বুঝতে বা দেখতে সমস্যা হলে একজন অন্যজনকে সহায়তা করব। ২। শ্রেণিকক্ষে কেউ চোখে কম দেখলে বা কানে কম শুনলে আমরা তাকে সামনের বেঞ্চে বসতে দিব। ৩। আমাদের মধ্যে কারো বই, খাতা, পেনসিল এর সমস্যা হলে সবাই মিলে একে অপরকে সহায়তা করব। 

+ Report
Total Preview: 12976
sranikkkhe ake oparoke shohayota kara proyojon ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd