Question:আমাদের জাতীয় পতাকার বর্ণনা দাও। 

Answer আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের জাতীয় পতাকা আয়তাকার। আমাদের দেশের জাতয়ি পতাকার। আমাদের জাতীয় পতাকায় দুটি রঙ আছে। একটি লাল রঙ অপরটি সবুজ রঙ। সবুজ রঙের মধ্যে টকটকে লাল গোলাকার একটি বৃত্ত রয়েছে। সবুজ ও লাল রঙ কতখানি জায়গা জুড়ে হবে তার এক নির্দিষ্ট মাপ রয়েছে। পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ ঃ ৬। অর্থা পতাকাটি দৈঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। লাল বৃত্তটি পতাকার খানিকটা বাপ পাশে থাকবে। 

+ Report
Total Preview: 6788
amader jatiy patakar boronna dao.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd