Question:চর্যাপদ সম্পর্কে লেখ। 

Answer বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত। পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। প্রায় দেড় হাজার বছর আগে থেকে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছিলেন বলে অনুমান করা হয়। চর্যাপদ আদি বাংলা সাহিত্যের নিদর্শন। চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুই পা ও কাহ্ন পা। 

+ Report
Total Preview: 491
chrjapadshomoparoke lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd