Question:বিগ্রেড কোর্স বলতে কী বোঝায়? 

Answer ১১টি সেক্টর ও তার অধীন অনেক গুলো সাব-সেক্টর ছাড়াও রণাঙ্গনকে তিনটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কের নামের প্রথম অক্ষর দিয়ে। মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্স, মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্স এবং মেজর খালেদ জেড ফোর্স, মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্স এবং মেজর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্স-এর অধিনায়ক। 

+ Report
Total Preview: 817
bigreড korch bolte ki bozayo?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd