Question:জাতীয় আয় বৃদ্ধিতে শিল্পের প্রয়োজনীয়তা বর্ণনা কর। 

Answer জাতীয় আয় বৃদ্ধিতে শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। এজন্য শুধু কৃষির ওপর নির্ভরশীল হয়ে কোনো দেশের জাতীয় আয় দ্রুত বাড়ানো সম্ভব নয়। তাছাড়া বাংলাদেশে কৃষিব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে এখানে একথা আরও বেশি প্রযোজ্য। তাই আমাদের জাতীয় ও মাথাপিছু আয় বাড়ানোর জন্য বেশি সংখ্যক শিল্পকারখানা স্থাপন ও উৎপাদন বৃদ্ধি অপরিহার্য। কেননা শিল্পে উৎপাদন দ্রুত ও কাঙ্ক্ষিত পরিমাণ পর্যন্ত বাড়ানো যায়। ফলে জাতীয় আয়ের পরিমাণ বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। 

+ Report
Total Preview: 817
jatiy ay briddhite shikalpoেr proyojoneyota boronna karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd