Question:একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
Answer যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজনের বা একদলের হাতে ন্যস্ত থাকে তাকে একনায়কতন্ত্র বলা হয়। এতে রাষ্ট্রের সকল ক্ষমতা একনায়কের হাতে কেন্দ্রীভূত থাকে এবং জনগণের অধিকার ও মতামতের কোনো প্রধান্য নেই। একনায়ক বা একদলের ইচ্ছার-অনিচ্ছার মাধ্যমে দেশ পরিচালিত হয়। এক দেশ, এক জাতি, এক নেতা- একনায়কতন্ত্রের আদর্শ।
+ Report
aknayokotontro bolte ki bozayo?