Question:বৈশ্বিক উষ্ণতা বৃদ্দির একটা কারণ উল্লেখ কর। 

Answer বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। তাছাাড়া এসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্যও গ্রিনহাউস গ্যঅস বৃদ্ধি করছে। শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ, সিসা ও আর্সেনিক নির্গত হয়। এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ। 

+ Report
Total Preview: 683
boishobik ushnta bridodir akta karon ullakh karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd