Question:বাংলাদেশের আমদানির সংক্ষিপ্ত বিবরণ দাও। 

Answer দেশের চাহিদা মেটানেরা জন্য যখন অন্য দেশ থেকে স্বদেশে কোনো পণ্য সামগ্রী আনা হয় তখন তাকে আমদানি বলে। বাংলাদেশে বিদেশ থেকে খাদ্যশস্য, ভোজ্য তেল, চিনি, পশমি বস্ত্র, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, ঘড়ি, ওষুধ, বিভিন্ন বিলাসমাসগ্রী প্রভৃতি আমদানি করে থাকে। এছাড়াবাংলাদেশ বিদেশ থেকে বিভিন্ন দ্রব্যের মধ্যে যন্ত্রপাতি, কলকব্জা, রেল ইঞ্জিন, গাড়ি, মোটর সাইকেল, কৃষি যন্ত্রপাতি প্রভৃতি আমদানি করে থাকে। 

+ Report
Total Preview: 763
bangladesher amodanir shongkhipat biboron dao.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd