Question:রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? 

Answer পারুল রাজাকে নুন ছাড়া খাবার খেতে দিল। খাবারে নুন না থাকায় রাজা বিরক্ত হলেন। রাজার ছোট মেয়ে পারুল তখন রাজার কাছে নিজের পরিচয় দিল। নুনের মতো ভালোবাসে বলে রাজা তাঁর মেয়ে পারুলকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। নিজের আদরের মেয়ে পারুলকে বুকে জড়িয়ে ধরলেন। 

+ Report
Total Preview: 4597
raja meyeke buke jaড়িye dhrolen ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd