Question:পৃথিবীর সবেচেয় বড় পাখির নাম কী? এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

Answer পৃথিবীর সবেচেয়ে বড় পাখির নাম উটপাখি। এটির ইংরেজি নাম অস্ট্রিচ। এটি পাখি হলেও অন্যান্য পাখিদের মতো উড়তে পারে না। তবে এরা অনেক দ্রুত দৌড়াতে পারে। এদের ডিম ফুটবলের মতো বড় হয় এবং এই ডিমের খোসা এত শক্ত যে, একটা মানুষ এর ওপর দাঁড়ালেও এটি ভাঙে না। 

+ Report
Total Preview: 667
prithibir shobechey boড় pakhir namo ki? ar shongkhipat boronna dao.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd