">" />" />

Question:ঘুড়ি ওড়ানোর নিয়ম সম্পর্কে পাঁচটি বাক্য লেখা। নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

Answer ঘুড়ি ওড়ানোর নিয়ম সম্পর্কে পাঁচটি বাক্য : ১। ঘুড়ি ওড়ানোর জন্য লম্বা সুতা ও নাটাই দরকার হয়। ২। ঘুড়ির সাথে সুতা বেঁধে দিয়ে একজনকে নাটাই ধরে রাখতে হয়ে। ৩। অন্য আরেকজন কিছু দূরে গিয়ে ঘুড়িটিকে উড়িয়ে দেয়। ৪। নাটাই থেকে সুতা ছাড়লে ঘুড়ি আকাশের দিকে উড়তে থাকে। ৫। ঘুড়ি হালকা বাতাসে উড়তে পারে। 

+ Report
Total Preview: 1495
ghuড়ি oড়anor niyomo shomoparoke paঁchti bakjlekha. nicher onucchedoti paড়ে uttr dao :
Copyright © 2025. Powered by Intellect Software Ltd