Question:কীভাবে তাহরিমা বাঁধতে হয়? 

Answer আমরা প্রথমে ওযু করে পাক-পবিত্র হব। এরপর কা’বা শরিফের দিকে মুখ করে বিনয়ের সাথে সোজা হয়ে দাঁড়াব। নিয়ত করব। ছেলেরা দুহাত কান বরাবর উঠাবে। আর মেয়েরা কাঁধ বরাবর উঠাবে এবং বলবে আল্লাহু আকবর। সাথে সাথে ছেলেরা নাভি বরাবর আর মেয়েরা বুকের ওপর হাত বাঁধবে। হাত বাঁধার নিয়ত হলো- ছেলো বাম হাতের তালু নাভি বরাবর রাখবে এবং ডান হাতের তালূ বাম হাতের পিঠের ওপর রেখে তাহরিমা বাঁধবে। মেয়েরা হাত বাঁধবে বুকের ওপর। সালাতের শুরুতে এভাবেই তাহরিমা বাঁধতে হয়। 

+ Report
Total Preview: 2960
kivabe tahorima baঁdhte hoyo?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd