Question:শরীর ও কাপড়-চোপড় পাকসাফ রাখা প্রয়োজন কেন? পাঁচটি বাক্যে লিখ।
Answer শরীর ও কাপড়-চোপড় পাকসাফ রাখার প্রয়োজনীয়তা পাঁচটি বাক্যে লিখা হলো- ১. শরীর ও কাপড়-চোপড় সবসময় পাক-পবিত্র রাখা দরকার। ২. কারণ, শরীর ও কাপড়-চোপড় পাকসাফ না থাকলে মন ভালো থাকে না এবং নানারকম অসুখ-বিসুখ হয়। ৩. যারা পাকসাফ থাকে, আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন। ৪. পাকসাফ থাকলে নানারকম অসুখ-বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। ৫. এসব কারণেই, আমাদের প্রত্যেকেই শরীর ও কাপড়-চোপড় পাকসাফ রাখা প্রয়োজন।
+ Report
shorir o kapaড়-chopaড় pakshapho rakha proyojon ken? paঁchti bakje likh.