Question:নিচের মানের উধর্বক্রম অনুসারে সাজাও : 
(ক)` ৬/৭, ৭/৯, (১৬)/(২১), (৫০)/(৬৩)`
(খ)  `(৬৫)/(৭২), (৩১)/(৩৬), (৫৩)/(৬০), (১৭)/(২৪)` 
Answer (ক)   প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ৭, ৯, ২১, ৬৩ এর ল.সা.গু = ৬৩
      প্রথম ভগ্নাংশ` = ৬/৭ = (৬ xx ৯)/(৭ xx ৯) = (৫৪)/(৬৩)` [যেহেতু` ৬৩ -: ৭ = ৯`]
      দ্বিতীয় ভগ্নাংশ` = ৭/৯ = (৭ xx ৭)/(৯ xx ৭) = (৪৯)/(৬৩)` [ যেহেতু` ৬৩ -: ৯ = ৭`]
      তৃতীয় ভগ্নাংশ` = (১৬)/(২১) = (১৬ xx ৩)/(২১ xx ৩) = (৪৮)/(৬৩)` [যেহেতু` ৬৩ -: ২১ = ৩`]
      চতুর্থ ভগ্নাংশ` = (৫০)/(৬৩) = (৫০ xx ১)/(৬৩ xx ১) = (৫০)/(৬৩)` [যেহেতু` ৬৩ -: ৬৩ = ১`]
     :. সমহর বিশিষ্ট ভগ্নাংশ` (৫৪)/(৬৩), (৪৯)/(৬৩), (৪৮)/(৬৩), (৫০)/(৬৩)` এর লবগুলোর মধ্যে তুলনা 
      করে পাই,
     ৪৮< ৪৯ < ৫০ < ৫৪
    `:.  (৪৮)/(৬৩) < (৪৯)/(৬৩) < (৫০)/(৬৩) < (৫৪)/(৬৩)`
     অর্থা ` (১৬)/(২১) < ৭/৯ < (৫০)/(৬৩) < ৬/৭`
    :. প্রদত্ত ভগ্নাংগুলোর  মানের উধর্বক্রম অনুসারে সাজিয়ে পাই,
    `(১৬)/(২১) < ৭/৯ < (৫০)/(৬৩) < ৬/৭`       (উত্তর)
 (খ) প্রদত্ত ভগ্নাংগুলোর হর ৭২, ৩৬, ৬০, ২৪ এর ল. সা. গু = ৩৬০
      প্রথম ভগ্নাংশ` = (৬৫)/(৭২) = (৬৫ xx ৫)/(৭২ xx ৫) = (৩২৫)/(৩৬০)` 
      [ যেহেতু` ৩৬০ -: ৭২ = ৫`]
      দ্বিতীয় ভগ্নাংশ` = (৩১)/(৩৬) = (৩১ xx ১০)/(৩৬ xx ১০) = (৩১০)/(৩৬০)` 
      [ যেহেতু `৩৬০ -: ৩৬ = ১০`]
      তৃতীয় ভগ্নাংশ` = (৫৩)/(৬০) = (৫৩ xx ৬)/(৬০ xx ৬) = (৩১৮)/(৩৬০)`
     [যেহেতু `৩৬০ -: ৬০ = ৬`]
     চতুর্থ  ভগ্নাংশ` = (১৭)/(২৪) = (১৭ xx ১৫)/(২৪ xx ১৫) = (২৫৫)/(৩৬০)`
     [ যেহেতু `৩৬০ -: ২৪ = ১৫`]
    :. সমহর বিশিষ্ট ভগ্নাংশ` (৩২৫)/(৩৬০), (৩১০)/(৩৬০), (৩১৮)/(৩৬০), (২৫৫)/(৩৬০)` এর লবগুলোর মধ্যে 
     তুলনা করে পাই, 
     ২৫৫ < ৩১০ < ৩১৮ < ৩২৫
    `:. (২৫৫)/(৩৬০) < (৩১০)/(৩৬০) < (৩১৮)/(৩৬০) < (৩২৫)/(৩৬০)`
     অর্থা`  (১৭)/(২৪) < (৩১)/(৩৬) < (৫৩)/(৬০) < (৬৫)/(৭২)`
     :. প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের উর্ধবক্রমে অনুসারে সাজিয়ে পাই,
  
    `(১৭)/(২৪) < (৩১)/(৩৬) < (৫৩)/(৬০) < (৬৫)/(৭২) `        (উত্তর) 
+ ExplanationNot Moderatedধাপ-১ প্রথমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর ল, সা, গু নির্ণয় করতে হবে ।
ধাপ-২ প্রাপ্ত ল, সা, গু কে যথাক্রমে প্রদত্ত ভগ্নাংশগুলোর  লব ও হর দ্বারা গুণ করতে হবে ।
ধাপ-৩ ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে ।