Question:আজমাইন সাহেব তার জমি থেকে বছরে `২০ ১/(১০) `কুইন্টাল আমন,
` ৩০ ১/(২০) ` কুইন্টাল ইরি এবং` ১০ ১/(৫০)` কুইন্টাল আউশ ধান পেলেন ।
    তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন ? 
Answer আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন
         `= ২০ ১/(১০)` কইন্টাল `+ ৩০ ১/(২০)` কুইন্টাল` + ১০ ১/(৫০)` কুইন্টাল
         `= ((২০১)/(১০) + (৬০১)/(২০) + (৫০১)/(৫০))` কুইন্টাল
         `= ((২০১০ + ৩০০৫ + ১০০২)/(১০০))` কুইন্টাল
         `= (৬০১৭)/(১০০)` কুইন্টাল
         `= ৬০ (১৭)/(১০০)` কুইন্টাল
          :. তিনি তার জমি থেকে এক বছরে` ৬০ (১৭)/(১০০)` কুইন্টাল ধান পেয়েছেন । 
+ ExplanationNot Moderatedধাপ-১ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশের পরিণত করতে হবে ।
ধাপ-২ ভগ্নাংশগুলো যোগ করতে হবে ।