Answer সমাধান:
প্রথম ক্ষেত্রে আসল = ৬৫০০ টাকা
 মুনাফা-আসল, A = ৮৮৪০ টাকা
  :. মুনাফা I = A - P
           = (৮৮৪০ - ৬৫০০) টাকা
           = ২৩৪০ টাকা
    সময় n = ৪ বছর
    মুনাফার হার, r = ?
    আমরা জানি, I = pm
     বা, r = `I/(pn)`
    অর্থাৎ, মুনাফার হার = মুনাফা/আসল` xx`  সময়
    মুনাফার হার 
  = `(২৩৪০)/(৬৫০০ xx ৪)`
  = ০.০৯
  = `০.০৯ xx ১০০ xx ১/(১০০)`
  =` ৯ xx ১/(১০০)` 
  = ৯%
  দ্বিতীয় ক্ষেত্রে, মুনাফার হার 
  r = ৯%
  সময় n = ৪ বছর
  মুনাফা-আসল A = ১০২০০ টাকা
  মনে করি, আসল = p টাকা
  :. মুনাফা, I = A - P
  তাহলে, I = prn
  অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
  :. A - P = `P xx r xx n`
  বা, ১০২০০ - P = `P xx ৯% xx ৪`
  বা, ১০২০০ = `P xx ৯/(১০০) xx ৪ + P` 
  বা, ১০২০০ =` P xx  ৯/(২৫) + P`
  বা, ১০২০০ = `P xx ৯/(২৫)  + ১`
  বা, ১০২০০ =` P xx (৯ + ২৫)/(২৫)`
  বা, ১০২০০ = `(৩৪ xx P)/(২৫)`
  বা, `৩৪ xx P = ১০২০০ xx ২৫`
  বা, P = `(১০২০০ xx ২৫)/(৩৪)`
   :. P = ৭৫০০
   :. নির্ণেয় আসল ৭৫০০ টাকা।
    উত্তর: ৭৫০০ টাকা।
     
    বিকল্প পদ্ধতি:
   এখানে আসল = ৬৫০০ টাকা
   মুনাফা-আসল = ৮৮৪০ টাকা
  :. মুনাফা = (৮৮৪০ - ৬৫০০) টাকা = ২৩৪০ টাকা
   ৬৫০০ টাকার ৪ বছরের মুনাফা ২৩৪০ টাকা
  :.   ১ টাকার ৪ বছরের মুনাফা `(২৩৪০)/(৬৫০০)`  টাকা
  :.  ১০০ টাকার ৪ বছরের মুনাফা `(২৩৪০ xx ১০০)/(৬৫০০)`  টাকা
                                          ৩৬ টাকা
   :. ১০০ টাকা ৪ বছরের মুনাফা আসলে হয়
    (১০০ + ৩৬) টাকা = ১৩৬ টাকা
    মুনাফা-আসল ১৩৬ টাকা হলে আসল ১০০ টাকা
   :. মুনাফা-আসল ১ টাকা হলে আসল `(১০০)/(১৩৬)` টাকা
   :. মুনাফা-আসল  ১০২০০  টাকা হলে আসল `(১০০ xx ১০২০০)/(১৩৬)` টাকা
                                        = ৭৫০০ টাকা
    উত্তর: ৭৫০০ টাকা