Answer সমাধান:
ক. আসল + ৫ বছরের মুনাফা = ১৮৭৫ টাকা
আসল + ৩ বছরের মুনাফা = ১৬২৫ টাকা
-----------------------------------------
বিয়োগ কর :. ২ বছরের মুনাফা = ২৫০ টাকা
উত্তর: ২৫০ টাকা
খ. ‘ক’ হতে পাই,
২ বছরের মুনাফা ২৫০ টাকা
;. ১ বছরের মুনাফা ২৫০২ টাকা
:. ৩ বছরের মুনাফা ২৫০×৩২ টাকা
= ৩৭৫ টাকা
:. আসল = (১৬২৫ - ৩৭৫) টাকা = ১২৫০ টাকা
১২৫০ টাকার ৩ বছরের মুনাফা ৩৭৫ টাকা
:. ১ টাকার ১ বছরের মুনাফা ৩৭৫১২৫০×৩ টাকা
:. ১০০ টাকার ৩ বছরের মুনাফা ৩৭৫×১০০১২৫০×৩ টাকা
= ১০ টাকা
:. আসল ১২৫০ টাকা এবং মুনাফার হার ১০%
উত্তর: ১২৫০ টাকা ও ১০%।
গ. ‘খ’ হতে পাই,
আসল p = ১২৫০ টাকা
মুনাফার হার r = ১০% =১০১০০
মুনাফার আসল A = ২২৫০ টাকা
:. মুনাফা I = (২২৫০ - ১২৫০) টাকা
= ১০০০ টাকা
আমরা জানি, I = prn
:. n = Ipr
= ১০০০১২৫০×১৭১০০
=১০০০×১০০১২৫০×১০
= ৮
:. নির্ণেয় সময় ৮ বছর।