Question:৬.> সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের প্রকাশ কর:
ক. 2.3, 5.235
খ. 7.26, 4.237
গ. 5.7, 8.34, 6.245
ঘ. 12.32, 2.19, 4.3256
Answer ক. 2.3, 5.235 আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা
যথাক্রমে o, 1, এখানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সবচেয়ে
বেশি 1 বার আছে। তাই দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক হবে 1,
আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 2 এর ল,সা, গু হলো 2.
সুতরাং আবৃত্ত অংশের অঙ্ক হবে 2।
:. 2.3 = 2.333 এবং 5.235 = 5.235
Ans. 2.333, 5.235
খ. 7.26, 4.237 আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক
সংখ্যা 1 ও 2 এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে
বেশি বার 2 আছে। তাই দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক
সংখ্যা 2 হবে। আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 1
এর ল. সা. গু হলো 1। সুতরাং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 হবে।
7.26 = 7.266 এবং 4.237 = 4.237
Ans. 7.266, 4.237
গ. 5.7, 8.34, 6.245 আবৃত্ত দশমিকে সবগুলো অনাবৃত্ত অংশের
অঙ্ক সংখ্যা 0। তাই দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 0 । আবার
আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1, 2 ও 3 এর ল..সা.গু হলো । সুতরাং
আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 6।
:. 5.7 = 5.777777, 8.34 = 8.343434 এবং 6.245 = 6.245245
Ans. 5.777777, 8.343434, 6.245245
ঘ. 12.32, 2.19 এবং 4.3256 আবৃত্ত দশমিকে অনাবৃত্ত
অংশের অঙ্ক সংখ্যা 2, 1 2 এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক
সংখ্যা সবচেয়ে বেশি 2 বার আছে। তাই দশমিকে অনাবৃত্ত
অংশের অঙ্ক সংখ্যা হবে। আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা
0, 1 ও 2 এর ল.সা.গু গলো 2। সৃতরাং আবৃত্ত অংশের অঙ্ক
সংখ্যা হবে 2।
:. 12.32 = 12.3200, 2.19 = 2.1999 এবং 4.3256 = 4.3256
Ans. 12.3200, 2.1999, 4.3256