Question:প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের ব্যবহারের কারণ কী? 

Answer মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। সাধারণ মিটার স্কেলে আমরা মিলিমিটার পর্যন্ত মাপতে পারি এর চেয়ে কম দৈর্ঘ্য মাপতে পারি না। মিলিমিটারের ভগ্নাংশ মাপতে হলে আমাদের ব্যভহার করতে হয় ভার্নিয়ার স্কেল। এটিকে প্রধান স্কেলের পাশে সংযুক্ত করা হয় এবং এটি সামনে পেছনে ওঠানামা করতে পারে। 

+ Report
Total Preview: 2049
prodhan scaler shathe varniyar scaler baboharer karon ki?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd