Question:প্রদত্ত সমীকরণে কোন রাশিগুলো মৌলিক এবং কোনগুলো লব্ধ-কারণসহ লিখ।
Answer প্রদত্ত সমীকরণ F = `(Gm_1m_2)/r^2` এই সমীকরণে `m_1, m_2` ও r মৌলিক রাশি। কারণ এ সকল রাশি সআবধীন ও নিরপেক্ষ, এরা অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে। F ও G লব্ধ রাশি। কারণ এ সকল রাশি স্বাধীণ বা নিরপেক্ষ নয়, এরা মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়।
+ Report
prodott shomikrone kon rashigulo moৌlik abong kongulo lbodh-karonshoho likh.