Question:একক মোল কাকে বলে?
Answer যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বণ-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট (যেমন পরমাণু, অনু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা এগুলোর নির্দিষ্ট কোন গ্রুপ) থাকে তাকে এক মোল বলে।
+ Report
akok mol kake bole?