Question:মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য লেখ। 

Answer যে সকল রাশি স্বাধীণ বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির ‍উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে। অপর দিকে, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। মৌলিক রাশি মাত্রা সাতটি যেখানে লব্ধ রাশির সংখ্যা অগণিত। মৌলিক রাশির মাত্রা প্রকাশে একটিমাত্র চিহ্ন ব্যবহার করা হয়, অপরদিকে লব্ধ রাশির মাত্রা প্রকাশে একাধিক চিহ্নের ব্যবহার প্রয়োজন হয়। লব্ধ রাশিমাত্রা হীন হতে পারে। 

+ Report
Total Preview: 3068
moৌlik rashi o lbodh rashir parothokjlekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd