Question:সাম্য ও অসাম্য বল বলতে কী বোঝ- ব্যাখ্যা কর। 

Answer কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ না হয়, তখন আমরা বলি বস্তুটি সাম্যাবস্থায় আছে। যে বলগুলো এই সাম্যাবস্থা সৃষ্টি করে তাদেরকে সাম্য বলে। অপরদিকে, কতগুলো বল একই বস্তুকণার উপর ক্রিয়া করে সাম্যাবস্থায় সৃষ্টি করতে না পারলে, বা বস্তুকণাতে ত্বরণ সৃষ্টি হলে ঐ বলগুলোকে অসাম্যবল বলে। 

+ Report
Total Preview: 2207
shamojo oshamojbol bolte ki boঝ- baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd