Question:টায়ারের রাবারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন? 

Answer রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল সর্বোচ্চ করার জন্য গাড়ির টায়ারের পৃষ্ঠ খাঁজকাটা থাকে। যানবাহন চলাচলের সময় প্রয়োজন অনুযায়ী গতি বৃদ্ধি বা হ্রাস করতে হয়। গতিশীল অবস্থা হতে গাড়ির গতি হ্রাসের জন্য রাস্তা ও চায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি করে চাকার ঘূর্ণনকে কমানোর জন্য টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি করে চাকার ঘূর্ণনকে কমানোর জন্য টায়ারের পৃষ্ঠ খাঁজ কাটা থাকে। এই খাঁজের কারণে ঘর্ষণ বল যত বেশি হবে গাড়ির গতিকে তত ভালোভঅবে নিয়ন্ত্রণ করা যাবে। 

+ Report
Total Preview: 2390
tayarer rabarer prishthে khaঁjo kata thake ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd