Question:শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন ব্যাখ্যা কর। 

Answer কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা। এর অর্থ হচ্ছে বস্তুটি সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি। যেহেতু, কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ থেকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন। 

+ Report
Total Preview: 957
shakti o kajer pariman ovenno baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd