Question:ভর হতে নিউক্লিয় শক্তির উৎপাদন উপযুক্ত সমীকরণসহ ব্যাখ্যা কর। 

Answer নিউক্লীয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তরিত হয়। অবশ্য নিউক্লীয় বিক্রিয়ায় মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তরিত হয়। পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি E পরিমাণ শক্তি পাওয়া যায়, তাহলে `E = mc^2`। এখানে m হলো শক্তিতে রূপান্তরিত ভর এবং c হচ্ছে আলো বেগর যা `3xx10^8ms^(-1)` এর সমান। 

+ Report
Total Preview: 763
bhr hote niucliy shaktir utpadon upajukto shomikronshoho baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd