Question:শব্দের উৎপত্তিগত দিক থেকে পেট্রোলিয়াম কী? ব্যাখ্যা কর। 

Answer পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ। এটি তৈরি হয়েছে পেট্রো ও অলিয়াম মিলে। ল্যাটিন ভাষায় পেট্রো শব্দের অর্থ পাথর এবং অলিয়াম শব্দের অর্থ তেল। সুতরাং পেট্রোলিয়াম হল পাথরের মধ্যে সঞ্চিত তেল। টারশিয়ারি যুগে অর্থাৎ আজ থেকে পাঁচ ছয় কোটি বছর আগে সমুদ্রের তলদেশে পাললিক শিলার স্তরে স্তরে গাছপালা ও সামুদ্রিক প্রাণী ছাপা পড়ে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পেট্রোলিয়াম তৈরি হয়েছে। 

+ Report
Total Preview: 740
shobder utpattigt dik theke petroliyamo ki? baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd