Question:বোতলের ছিপি খুলতে একে গরম করা হয় কেন? 

Answer আমরা জানি, তাপে কঠিন পদার্থ প্রসারিত হয়। কাজেই বোতলের ছিপি খুলতে বোতলের মুখ খানিকটা গরম করলে তার মুখের ব্যাস বৃদ্ধি পায়। কাচের চেয়ে ছিপির প্রসারণ সহগ বেশি বলে বোতল অপেক্ষা ছিপি বেশি প্রসারিত হয় এবং ছিপি ঢিলা হয়ে যায়। ফলে ছিপি টেনে খোলা যায়। 

+ Report
Total Preview: 1500
botler chipi khulte ake garomo kara hoy ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd