Question:উষ্ণতার পার্থক্যের ওপর তাপের প্রবাহ কীভাবে নির্ভর করে? 

Answer একটি বস্তু হতে অপর বস্তুতে তাপের প্রবাহ বস্তুদ্বয়ের তাপের পরিমাণের ওপর নয়, বরং বস্তুদ্বয়ের উষ্ণতার পার্থক্যের ওপর নির্ভর করে। এক্ষেত্রে বেশি উষ্ণতার বস্তু হতে নিম্নতর উষ্ণতার বস্তুতে তাপ প্রবাহিত হয়। এ প্রবাহের ফলে বস্তুদ্বয়ের উষ্ণতার ব্যবধান কমতে থাকে এবং এক সময় বস্তুদ্বয়ের উষ্ণতা সমান হয়ে গেলে তাপের প্রবাহ পুরোপুরি থেমে যায়। 

+ Report
Total Preview: 680
ushntar parothokjer opar taper probaho kivabe nirvr kare?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd