Question:তাপ পরিমাপে আপেক্ষিক তাপ জানা গুরুত্বপূর্ণ কেন? 

Answer আপেক্ষিক তাপ বস্তুর উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য। তাই সমান ভরের বিভিন্ন বস্তুর একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্যে বিভিন্ন পরিমাণ তাপ দরকার। তাই কেবল কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ জানা থাকলেই ঐ বস্তুর নির্দিষ্ট পরিমাণের জন্যে নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করা সম্ভব। 

+ Report
Total Preview: 494
tap parimape apekhik tap jana guruttopaূron ken?
Copyright © 2026. Powered by Intellect Software Ltd