Question:গলনাঙ্কের উপর চাপের প্রভাব বলতে কী বুঝ? 

Answer পদার্থের ওপর চাপের হৃাস-বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয় চাপের জন্য গলনাঙ্ক পরিবর্তন দুইভাবে হতে পারে। ১. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বৃদ্ধি পায়, যেমন- মোম, তামা, ইত্যাদি; চাপ বাড়লে ঐ সব পদার্থের গলনাঙ্ক বেড়ে যায় অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে। বর্ধিত চাপ পদার্থের আয়তন বৃদ্ধি অসুবিধা করে দেয় ফলে গলনাঙ্ক বেড়ে যায়। ২. আবার যেসব পদার্থের আয়তন গলনের ফলে হ্রাস পায়, যেমন ঢালাই লোহা, বরফ, অ্যান্টিমনি, বিসমাথ ইত্যাদি। এদের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায় অর্থাৎ, এরা কম তাপমাত্রায় গলে। বর্ধিত চাপ পদার্থের আয়তন সংকোচনে সুবিধা করে দেয়। ফলে এদের গলনাঙ্ক কমে যায়। 

+ Report
Total Preview: 816
glnankoেr upar chaper provabo bolte ki buঝ?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd