Question:বিভিন্ন বস্তুর তাপধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে- ব্যাখ্যা কর।
Answer কোনো বস্তুর অন্তর্নিহিত তাপশক্তির পরিমাণ বস্তুটির ভর, উপাদান এবং তাপমাত্রার ওপর নির্ভর করে। এই তিনটি বিষয়ের জন্য বিভিন্ন বস্তুর তাপধারণ ক্ষমতা বিভিন্ন হয়। একই পদার্থের বিভিন্ন ভরের বস্তুর তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হয়। সমভরের বিভিন্ন উপাদানের বস্তুর সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হয়। একই বস্তুর (ভর ও উপাদান একই) বিভিন্ন পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হয়।
+ Report
bivenno boshotur tapadharon khmota kon kon bishyer opar nirvr kare- baakha karo.