Question:কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ জানা প্রয়োজন কেন? 

Answer নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে পদার্থ কতটুকু প্রসারিত হয় তা অনেক সময় জানা প্রয়োজন হয়। দৈর্ঘ্য প্রসারাঙ্ক জানা থাকলে পদার্থের প্রসারণে এই পরিমাণ জানা সম্ভব হয়। যেমন- রেল লাইনে নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু প্রসারিত হবে তা জানা থাকলে লাইন বেঁকে যাওয়া জনিত রেল দুর্ঘনা এড়ানো সম্ভব হয়। 

+ Report
Total Preview: 493
kono padarother doirgho prosharon shohog jana proyojon ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd