Question:শব্দের তীক্ষ্মতা বলতে কী বোঝায়? 

Answer সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে তীক্ষ্মতা বা পীচ বলে। তীক্ষ্মতা উৎসের কম্পাঙ্কের ওপর নির্ভর করে। কম্পাঙ্ক যত বেশি হয়, সুর যত চড়া হয় এবং তীক্ষ্মতা বা পীচ ততো বেশি হয়। 

+ Report
Total Preview: 636
shobder tikhmota bolte ki bozayo?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd