Question:স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি- ব্যাখ্যা কর। 

Answer আমরা জানি, কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় যে দিকে চলে, বাকী অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তবে সেই গতিকে স্পন্দন গতি বলে। সুতরাং সংজ্ঞানুসারে, স্পন্দন গতিসম্পন্ন বস্তু তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে বলে এর গতি পর্যাবৃত্ত গতিও বটে। সুতরাং স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি। 

+ Report
Total Preview: 622
shopandon gati ak prokar parjabritt gati- baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd