Question:তরঙ্গস্থিত কোনো বিন্দুর দশা বলতে কী বোঝ? 

Answer কোনো একটি তরঙ্গায়িত কণার যেকোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে তার দশা বলে। গতির সামগ্রিক অবস্থা বলতে গতির দিক, সরণ, বেগ, ত্বরণ ইতাদি বুঝায়। অনুপ্রস্থ তরঙ্গের উর্ধ্বচূড়াসমূহ বা নিম্নচূড়াসমূহ সর্বদা একই দশায় থাকে। 

+ Report
Total Preview: 507
trongoshothit kono bindur dosha bolte ki boঝ?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd