Question:সমতল দর্পণ ও গোলীয় দর্পণে সৃষ্ট বিম্বের তুলনা কর। 

Answer সমতল দর্পণে সৃষ্ট বিম্ব সর্বদা সোজা ও লক্ষবস্তুর আকারের সমান হয়। অপর দিকে লক্ষবস্তুর অবস্থানভেদে গোলীয় দর্পণে সৃষ্ট বিম্ব সোজা বা উল্টা, লক্ষবস্তুর সমান বা বিবর্ধিত বা খর্বিত হতে পারে। এক্ষেত্রে উত্তল দর্পণে সর্বদা খর্বিত বিম্ব গঠিত হয় এবং অবতল দর্পণে খর্বিত বা বিবর্ধিত বিম্ব গঠিত হতে পারে। 

+ Report
Total Preview: 1003
shomotl doropan o goliy doropane shisht bilmber tulna karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd