Question:চিকিৎসা ক্ষেত্রে অবতল দর্পণের ব্যবহার লিখ। 

Answer দাঁতের চিকিৎসা করা বা দাঁত পরীক্ষা করার কাজে অবতল দর্পণ ব্যবহার হয়। দাঁত পরীক্ষা করার সময় দর্পণটিকে দাঁতের বেশ নিকটে রাখা হয়। ফলে দর্পণে দাতের একটি অবাস্তব ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। এছাড়া নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরাও বিভিন্ন প্রয়োজনে অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। 

+ Report
Total Preview: 1635
chikitsha kkhetre obotl doropaner babohar likh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd