Question:ঘর্ষণে কেন বস্তু আহিত হয় বুঝিয়ে দাও। 

Answer কোনো বস্তুর সাথে আরেকটি বস্তুর ঘর্ষণ হলে বা সংস্পর্শে আনা হলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি তা অপর বস্তু হতে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপরটি ধনাত্মক আধানে আহিত হয়। এভাবে ঘর্ষণের ফলে কোনো বস্তু আহিত হয়। 

+ Report
Total Preview: 3001
ghroshne ken boshotu ahit hoy buziye dao.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd