Question:তড়িৎ বল উদাহরণসহ ব্যাখ্যা কর। 

Answer দুটি সমধর্মী বা বিপরীতধর্মী আধানের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল বা স্থিরতড়িৎ বল বলে। যেমন, একটি ধনাত্মক আধানে আহিত প্লাস্টিক দন্ডকে নাইলনের সুতা দিয়ে ঝুলিয়ে দিয়ে একটি ঋণাত্মক আধানে আহিত পলিথিনের দন্ডকে এর নিকটে আনা হলে প্লাস্টিকের দন্ডটি পলিথিনের দন্ডের দিকে ঘুরে যাবে। এ থেকে বুঝা যায়, আধান থাকার কারণে দুটি বস্তু পরস্পরের উপর বল প্রয়োগ করে যা তড়িৎ বল নামে পরিচিত। 

+ Report
Total Preview: 778
tড়িt bol udahoronshoho baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd