Question:আবেশ প্রক্রিয়ায় কোনো নতুন আধানের উদ্ভব হয় না- ব্যাখ্যা কর। 

Answer একটি কাচদন্ডকে রেশমের কাপড় দ্বারা ঘষে অনাহিত পরিবাহক দন্ড AB এর A প্রান্তের নিকট আনলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো কাচদন্ডের ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হয়ে A প্রান্তে সরে আসে। এখানে নতুন কোনো আধানের সৃষ্টি হয় না। আহিত কাচদন্ডের উপস্থিতির কারণে সমপরিমাণ বিপরীত জাতীয় আধান পৃথক হয়ে পরিবাহকের দুপ্রান্তে অবস্থান করে। কাচদন্ডকে সরিয়ে নিয়ে কোনো তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পপরীক্ষা করলে AB পরিবাহকে কোনো আধানের অস্তিত্বের সন্ধান পাওয়া যায় না। অর্থাৎ আধানগুলো একত্রিত হয়ে পরিবাহককে পুনরায় অনাহিত অবস্থায় ফিরিয়ে আনে। সুতরাং বলা যায়, আবেশ প্রক্রিয়ায় কোনো নতুন আধানের সৃষ্টি হয় না। 

+ Report
Total Preview: 598
abesho prokriyay kono ntun adhaner udobhbo hoy na- baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd