Question:স্থির তড়িৎ কীভাবে উৎপন্ন হয়? 

Answer স্বাভাবিক অবস্থায় প্রতিটি পদার্থে সমান সংখ্যক প্রোটিন ও ইলেকট্রন থাকে। এর কারণে পদার্থসমূহ তড়িৎনিরপেক্ষ। কিন্তকু দুটি বস্তু যখন পরস্পরের সাথে ঘষা হয় তখন বস্তুদ্বয়ের ইলেকট্রন আসক্তি সমান না হওয়ায় একটি বস্তু ইলেকট্রন হারাবে এবং অপরটি গ্রহণ করবে। ইলেকট্রন হারানো বা লাভ করার ফলে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান না হওয়ায় ব্সতু স্থির তড়িৎ লাভ করে। 

+ Report
Total Preview: 622
shothir toড়িt kivabe utpanno hoyo?
Copyright © 2026. Powered by Intellect Software Ltd