Question:বিমানে জ্বালানি ভরার সময় স্থির তড়িতের বিপদ ব্যাখ্যা কর। 

Answer আকাশে যখন বিমান উড়ে তখন বায়ুর সাথে ঘর্ষণের ফলে এটি তড়িৎগ্রস্থ হতে পারে। বিমানের আধান বাড়তে থাকলে বিমান ও ভূ-পৃষ্টের মধ্যে বিভব পার্থক্য বাড়াতে থাকে। এত উচ্চ বিভব পার্থক্যের কারণে বিমানে যখন জ্বালানি ভরা হয় তখন কিছু আধান ভূমিতে চলে যাওয়ার সময় স্ফুলিঙ্গ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যা বিরাট বিস্ফোরণের কারণ হতে পারে। 

+ Report
Total Preview: 808
bimane jalani bhrar shomoy shothir toড়িter bipadbaakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd