Question:বজ্র নিরোধক কীভাবে কাজ করে? 

Answer যখন তড়িৎগ্রস্থ মেঘ বাড়ির উপরে আসে, তখন দন্ডের উপরি প্রান্ত তীক্ষ্মগ্র বিশিষ্ট হওয়ায় ঐ তীক্ষ্মগুলোতে বেশি আধান জমা হয় এবং সূচিমুখ দিয়ে তড়িৎক্ষরণ হয়। বায়ুকণাগুলো এই আধান নিয়ে আহিত হয় এবং মেঘের বিপরীত আধান কর্তৃক আকৃষ্ট হয়ে মেঘের দিকে চলে যায় এবং মেঘকে নিস্তরিত করে। ফলে বজ্রপাতের সম্ভাবনা কম থাকে। 

+ Report
Total Preview: 2307
bojr nirodhk kivabe kajo kare?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd