Question:বৈদ্যুতিক হিটারের নািইক্রোম তার ব্যবহার করা হয় কেন? 

Answer বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ: যে সকল পদার্থের আপেক্ষিক রোধের মান তুলনামূলকভাব েবেশি তাদের মধ্যে তড়িৎপ্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যেমন- নাইক্রোম। নাইক্রোমের আপেক্ষিক রোধ এবং গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি। উচ্চ আপেক্ষিক রোধের কারণেই নাইক্রোম তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। নাইক্রোমের এই ধর্মের কারণেই বৈদ্যুতিক হিটারে প্রচুর তাপ উৎপন্ন হয়। 

+ Report
Total Preview: 5757
boiddutik hitarer naিicromo tar babohar kara hoy ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd