Question:বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না কেন?
Answer ধাতব খুঁটি বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায় বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না। বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ দলে খুঁটির মধ্য দিয়ে বিদ্যুৎ ভূ-পৃষ্ঠে প্রবাহিত হয়। ফলে কোনো প্রাণী খুঁটির সংস্পর্শে এলে শক লেগে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দূর্ঘটনার শিকার হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সংযোগ না দিয়ে অপরিবাহী পদার্থ পোর্সেলিনের কাপের সাথে বিদ্যুৎ সরবরাহ লাইন সংযোগ দেয়া হয়।
+ Report
biddut lainer shathe dhatbo khuঁtir shorashori shongjog thake na ken?