Question:শ্রেণি এবং সমান্তরাল সমবায়ের পার্থক্য লেখ।
Answer শ্রেণি সমবায়ের ক্ষেত্রে সবগুলো উপকরণের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ চলে, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তড়িৎ উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন প্রবাহ চলে। শ্রেণি সমবায়ে একটি মাত্র সুইচ দিয়ে সবগুলো তড়িৎ উপকরণ অন-অফ করা হয়। সমান্তরাল সমবায়ে অন-অফ করার উদ্দেশ্যে প্রতিটি তড়িৎ উপকরণের জন্য আলাদা সুইচ থাকে। শ্রেণি সমবায়ে একটি উপকরণ নষ্ট হয়ে গেলে বাকিগুলোও অফ হয়ে যায়। কিন্তু সমান্তরাল সমবায়ে একটি উপকরণ নষ্ট হয়ে গেলে বাকিগুলো স্বাধীনভাবে জ্বলতে সক্ষম।
+ Report
srani abong shomantoral shomobayer parothokjlekh.