Question:তড়িৎচ্চালক শক্তি এবং বিভিব পার্থক্যের মধ্যে তুলনা কর। 

Answer ’তড়িচ্চালক শক্তি’ কথাটি কোষের সাথে জড়িত, অপর পক্ষে বিভব পার্থক্য হয় তড়িৎক্ষেত্রের বা বৈদ্যুতিক বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যকার। তড়িচ্চালকর্ শক্তি এবং বিভবপার্থক্য উভয়ের একক একই (V)। তবে প্রকৃতপক্ষে তড়িচ্চালক শক্তি হলো IC আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষেকে যে পরিমাণ কাজ করতে হয় এবং বিভব পার্থক্য সর্বদা তড়িচ্চালক শক্তি অপেক্ষা ক্ষুদ্রতর মানের হয়। 

+ Report
Total Preview: 1765
tড়িtchchalk shakti abong bivebo parothokjer modhe tulna karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd