Question:ক্যাবল উত্তপ্ত হয়ে তড়িৎ শক্তি কিভাবে বিপজ্জনক হতে পারে? 

Answer যখন অস্বাভাবিকভাবে বেশি পরিমাণ তড়িৎপ্রবাহ বৈদ্যুতিক ক্যাবল বা পরিবাহিত তার দিয়ে যায় তখন এটি উত্তপ্ত হয়। অত্যাধিক উত্তপ্ত হয়ে গেলে ক্যাবলের অন্তরক ব্যবস্থা গলে যায় এবং অগ্নিকান্ড ঘটায়। উদাহরণস্বরূপ- যখন বৈদ্যুতিক পাখার মোটর অতি উত্তপ্ত হয় এবং গলে যায়, ফলশ্রুতিতে জীবন্ত তার এবং নিরপেক্ষ তার একত্রিত হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে উচ্চমানের তড়িৎ প্রবাহিত হয়ে বিপজ্জনক রূপ ধারণ করে। 

+ Report
Total Preview: 515
kabol uttpat hoye toড়িt shakti kivabe bipajojonk hote pare?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd