Question:পরিবাহির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন হলে কেন রোধের পরিবর্তন ঘটে? 

Answer পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে ঐ পরিবাহীর রোধ বলে। প্রকৃতপক্ষে পরিবাহীর দুপ্রান্তে বিভবপার্থক্য প্রয়োগ করার ফলে এর মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ যখন ঝাঁকে ঝাঁকে এক প্রান্ত হতে অপর প্রান্তে যায়, তখনই তড়িৎপ্রবাহের উদ্ভব হয়। পরিবাহীর দৈর্ঘ্য বেশি হলে মুক্ত ইলেকট্রনসমূহ এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে বেশি বাধার সম্মুখীন হয়। অপরপক্ষে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বেশি হলে ইলেকট্রনসমূহের যাতায়াত সহজতর হয়। তাই পরিবাহকের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন করলে এর রোধ পরিবর্তিত হয়। 

+ Report
Total Preview: 1453
paribahir doirgho o proshothoccheder kkhetropholer pariborotn hole ken rodher pariborotn ghte?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd